দেশ

ICSE-ISC Result | প্রকাশিত হলো আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, রেজাল্ট দেখবেন কীভাবে?

ICSE-ISC Result | প্রকাশিত হলো আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, রেজাল্ট দেখবেন কীভাবে?
Key Highlights

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে পড়ুয়াদের।

আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য পড়ুয়াদের প্রথমে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org অথবা results.cisce.orgতে ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢুকে Course ট্যাব থেকে ICSE অথবা ISC বেছে নিতে হবে। তারপর UID, Index No এবং Captcha বসিয়ে 'Show Result' এ ক্লিক করলেই রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা। উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হলে আগামী ৪ মে'র মধ্যে আবেদন করতে হবে পড়ুয়াদের। প্রতিটি বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ১,৫০০ টাকা দিতে হবে প্রার্থীদের।