রাজ্যে আইসিএসই,আইএসসি-র ফল প্রকাশিত হল, পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlightsরাজ্যে প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র ফলাফল। মাধ্যমিকের মতোই এবার প্রায় সবাই পাশ করেছে আইসিএসই পরীক্ষাতেও। পাশের হার আইসিএসই পরীক্ষার ৯৯.৯৮ শতাংশ এবং আইএসসিতে পাসের হার ৯৯.৬৩ শতাংশ। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে গত শুক্রবারই জানানো হয়েছে, এবছর পরীক্ষা বাতিল হওয়ায় উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনওরকম প্রশ্ন থাকলে পড়ুয়াদের তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে।