স্বাস্থ্য

বাড়িতে বসেই এবার মাত্র ১৫ মিনিটে করা যাবে কোভিড টেস্ট, খরচ পরবে ২৫০ টাকা

বাড়িতে বসেই এবার মাত্র ১৫ মিনিটে করা যাবে কোভিড টেস্ট, খরচ পরবে ২৫০ টাকা
Key Highlights

মাত্র ১৫ মিনিটে বাড়িতে বসেই এবার করা যাবে কোভিড টেস্ট। পুণের একটি সংস্থা মাইল্যাব ডিসকভারি সলিউশনস লিমিটেড তৈরি করেছে এমনি এক টেস্ট কিট। বুধবার পরীক্ষামূলকভাবে যাচাই করে এই কিট ব্যবহারের অনুমতি দিয়েছে ICMR। এই কিট ব্যবহার করে খুব শীঘ্রই মাত্র ১৫ মিনিটে ফলাফল হাতে পাওয়া যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর তরফে জানানো হয়েছে, দেহে করোনার উপসর্গ থাকা ব্যক্তিরা এই কিট ব্যবহার করতে পারবেন। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে জানা যাবে এই কিট ব্যবহারকারীর করোনা রিপোর্টে ফলাফল। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কিটটি বাজারে আসতে চলেছে, যার বাজার মূল্য হবে ২৫০ টাকা।