Credit Card | আগামী ১৫ নভেম্বর থেকে বদল আসছে ক্রেডিট কার্ডের নিয়মে! জানুন আসছে কী কী পরিবর্তন?
Thursday, November 14 2024, 6:04 pm
Key Highlightsফিনান্স চার্জ, লেট পেমেন্ট চার্জে পরিবর্তনের পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রেও পরিবর্তন আসছে
আগামী ১৫ নভেম্বর থেকে বদল আসছে ক্রেডিট কার্ডের নিয়মে! ফিনান্স চার্জ, লেট পেমেন্ট চার্জে পরিবর্তনের পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রেও পরিবর্তন আসছে, যার ফলে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের অপারেশনাল কস্ট অনেকটাই বাড়ছে। জানা গিয়েছে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ১৫ নভেম্বর থেকে লোন বা ক্যাশ তোলার ক্ষেত্রে মাসিক ৩.৭৫ শতাংশ চার্জ দিতে হবে, ক্রেডিট কার্ডের বিল সময়ে না মেটাতে পারলেও বড় অঙ্কের চার্জ দিতে হবে।
- Related topics -
- অর্থনৈতিক
- ক্রেডিট কার্ড
- ব্যাঙ্ক
- অর্থনীতি

