বুধবার আইসিসি টুইট করে বলেছেন, এবার থেকে মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে

Wednesday, January 27 2021, 1:07 pm
বুধবার আইসিসি টুইট করে বলেছেন, এবার থেকে মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে
highlightKey Highlights

করোনা পরবর্তী ক্রিকেটে অভিনব উদ্যোগ নিল ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কয়েকদিন আগেই টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি- ক্রিকেটের তিন ফরম্যাটেই দশকের সেরা ক্রিকেটার বেছে নেয় আইসিসি। এবার থেকে মাসের সেরা ক্রিকেটারকেও পুরস্কৃত করবে ক্রিকেটের নিয়ামক সংস্থা। বুধবার আইসিসি টুইট করে বলেছেন, এবার থেকে মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে তিন ফরম্যাটের বিশেষ কোনও ফরম্যাট থেকে বাছাই হচ্ছে না। তিন ফরম্যাট মিলিয়ে যে ক্রিকেটার ভালো পারফর্ম করবেন তাঁকেই আইসিসি-র পক্ষ থেকে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হবে। সেরা ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে পুরুষ-মহিলা আলাদা করা হচ্ছে না। নির্দিষ্ট মাসে পুরুষ-মহিলা মিলিয়ে সেরা ক্রিকেটারকে বেছে নেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File