IND vs PAK | বিশ্বকাপে এক গ্ৰুপে নেই ভারত-পাকিস্তান! ধারা ভেঙে বড় সিদ্ধান্ত ICCর!
Wednesday, November 19 2025, 12:38 pm
Key Highlightsভারতকে রাখা হয়েছে গ্রুপ ‘A’তে। তবে ভারতের গ্ৰুপে নেই পাকিস্তান।
আগামী বছর জানুয়ারিতে নামিবিয়া ও জ়িম্বাবোয়েতে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব ১৯ পুরুষ বিশ্বকাপ। মোট ১৬টি দল অংশ নিচ্ছে এই মেগা টুর্নামেন্টে, যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতকে রাখা হয়েছে গ্রুপ ‘A’তে। তবে ভারতের গ্ৰুপে নেই পাকিস্তান। বুধবার ICC সূচি প্রকাশ করে জানিয়েছে, বহু বছরের প্রচলিত ধারা ভেঙে অনূর্ধ্ব ১৯ স্তরে এবার ভারত এবং পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখা হয়েছে। উল্লেখ্য, ভারতের খেলা রয়েছে ১৫ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র, ১৭ জানুয়ারি বাংলাদেশ এবং ২৪ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- ভারতীয় ক্রিকেটদল
- আইসিসি
- পাকিস্তান

