IC814 Controversy । সন্ত্রাসবাদীদের নাম 'ভোলা' এবং 'শঙ্কর', নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট হেডকে ডেকে পাঠালো সম্প্রচার মন্ত্রক
Tuesday, September 3 2024, 10:38 am
Key Highlightsনেটফ্লিক্সের 'আইসি ৮১৪' সিরিজ নিয়ে বিতর্ক, সংস্কৃতি ও ভাবাবেগের সম্মান নিয়ে মন্ত্রকের সতর্কতা।
নেটফ্লিক্স ইন্ডিয়ার আইসি ৮১৪v দ্য কান্দাহার হাইজ্যাক সিরিজ নিয়ে তুঙ্গে বিতর্ক।সম্প্রচার মন্ত্রকের তরফে নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট হেডকে ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, 'ভারতের সংস্কৃতি এবং ভাবাবেগকে সম্মান করা উচিত। কোনও জিনিসকে ভুল ভাবে তুলে ধরার আগে ভাবা উচিত।' এরপর নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট হেড জানান, 'নেটফ্লিক্স এবার থেকে কন্টেন্ট রিভিউ করবে'। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজ 'আইসি 814: গল্পে যারা হাইজ্যাক করতে আসবে তাদের নাম নিয়েই মূলত এই বিতর্কের সৃষ্টি।
- Related topics -
- বিনোদন
- নেটফ্লিক্স
- ওয়েব সিরিজ

