IBM Layoff | কর্মী ছাঁটাইয়ের পথে IBM! ৮,০০০ মানবকর্মী সরিয়ে ‘AI বট’কে কাজ দিতে চায় বিশ্বখ্যাত সংস্থা!
Thursday, May 29 2025, 1:57 pm
Key Highlightsএবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলো বিশ্বখ্যাত কম্পিউটার সংস্থা IBM। প্রফিটেবিলিটি বাড়াতে, মানবকর্মী সরিয়ে ‘AI বট’বিকল্পের পথে হাটতে চলেছে এই সংস্থা।
এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলো বিশ্বখ্যাত কম্পিউটার সংস্থা IBM। প্রফিটেবিলিটি বাড়াতে, মানবকর্মী সরিয়ে ‘AI বট’বিকল্পের পথে হাটতে চলেছে এই সংস্থা। মানবসম্পদ উন্নয়ন (HR) বিভাগে ২০০টি পদে মানবকর্মী সরিয়ে ‘AI বট’ বসাতে চলেছেন তাঁরা। IBM এর সিইও অরবিন্দ কৃষ্ণ জানিয়েছেন, AI এবং অটোমেশান যেভাবে সংস্থার কিছু এন্টারপ্রাইজ় প্রসেস স্ট্রিমলাইন করতে সাহায্য করছে এবং টিমগুলিকে আরও এফিশিয়েন্ট করতে সাহায্য করছে, তাতে আগামী দিনে প্রায় ৮,০০০ কর্মীকে সরিয়ে সেই দায়িত্ব AI এজেন্টদের হাতে তুলে দিতে চলেছেন তাঁরা।
- Related topics -
- অন্যান্য
- প্রযুক্তি
- বিজ্ঞান ও প্রযুক্তি
- নতুন প্রযুক্তি
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- কর্মী ছাটাই

