দেশ

Revenue Secretary | নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত IAS অফিসার অরবিন্দ শ্রীবাস্তব! বদল আরও মন্ত্রকের সচিবদের পদ

Revenue Secretary | নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত IAS অফিসার অরবিন্দ শ্রীবাস্তব! বদল আরও মন্ত্রকের সচিবদের পদ
Key Highlights

নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হলেন IAS অফিসার অরবিন্দ শ্রীবাস্তব। বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হলেন IAS অফিসার অরবিন্দ শ্রীবাস্তব। বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। রাজস্ব সচিব ছাড়াও বেশ কয়েকটি মন্ত্রকের সচিবদেরও বদল করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহণ সচিব ভুমলুনমাং ভুয়ালনামকে ব্যয় বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। মনোজ গোভিলকে মন্ত্রীসভার সচিবালয়ের সমন্বয় সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। IAS অফিসার বিবেক আগরওয়ালকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে.