IAF Officer in Axiom Mission 4 | বেসরকারি মহাকাশ অভিযানে পাইলট ভারতীয় অফিসার, মহাকাশে করবেন যোগব্যায়ামও!
Thursday, June 26 2025, 10:19 am

২০২৫ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে উড়ে যাবে স্পেসএক্সের মহাকাশযান। অ্যাক্সিওম ৪ নামক এই প্রাইভেট মিশনের পাইলট হবেন ভারতীয় বায়ুসেনার শুভাংশু শুক্লা।
২০২৫ সালে নাসার স্পেসএক্সের মহাকাশযান আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে উড়ে যাবে। অ্যাক্সিওম ৪ নামক এই প্রাইভেট মিশনের ৩জন যাত্রীর নাম ঘোষণা করলো নাসা। লিস্টে পাইলট হিসেবে নাম রয়েছে ভারতীয় বায়ুসেনার শুভাংশু শুক্লার নাম। ভারতের গগনযান অভিযানেও আছেন শুক্লা। কোনও প্রাইভেট মহাকাশ অভিযানে ISSএ পৌঁছানো প্রথম ভারতীয় হতে চলেছেন তিনি। মহাশুন্যে নিয়ে যাওয়া জন্যে ইতিমধ্যেই ভারতীয় খাবার রান্না করতে শুরু করেছেন শুক্লা। মহাকাশে ভারতের প্রতিনিধিত্ব করতে চান তিনি, করতে চান যোগব্যায়ামও!
- Related topics -
- আন্তর্জাতিক
- নাসা
- ভারত
- ভারতীয়
- ভারতীয় সেনা
- মহাকাশচারী
- মহাকাশযান
- মহাকাশ
- স্পেসএক্স
- মিশন গগনযান
- অ্যাক্সিওম মিশন ৪