Ganga Expressway | জাতীয় সড়কে নামছে পর পর রাফাল, মিরাজ ও সুখোইয়ের মতো যুদ্ধবিমান! শুরু যুদ্ধের প্রস্তুতি?
Friday, May 2 2025, 11:40 am

জাতীয় সড়কে নামছে একের পর এক রাফাল, মিরাজ ও সুখোইয়ের মতো যুদ্ধবিমান!
জাতীয় সড়কে নামছে একের পর এক রাফাল, মিরাজ ও সুখোইয়ের মতো যুদ্ধবিমান! তাহলে কি এবার শুরু হবে যুদ্ধ? আসলে তা না, শুক্রবার উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে, কোনও রকম রানওয়ে ছাড়া কীভাবে দুর্গম এলাকায় সেনার যুদ্ধবিমানগুলি নামবে তা বুঝতেই এই মহড়া। এদিন রাফাল, মিরাজ ২০০০, সুখোই, সু৩০ MKI ও একাধিক যুদ্ধবিমান সহ সেনা চপার নিয়ে আসা হয়েছে এই মহড়ার জন্য। যে কোনও পরিস্থিতিতেই যাতে ভারতীয় বায়ুসেনাকে রোখা না যায়, তা পরীক্ষা করে দেখে নিতেই এই সামরিক মহড়া।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- ভারতীয় বায়ুসেনা
- রাফাল জেটস
- যুদ্ধবিমান
- উত্তরপ্রদেশ