Garia | ভাড়াবাড়ির সিলিং থেকে ঝুলছে স্বামী, খাটে রক্তমাখা স্ত্রীর দেহ, গড়িয়ায় দম্পতির রহস্য মৃত্যুতে ঘনাচ্ছে সন্দেহ

গড়িয়া দম্পতির রহস্যমৃত্যু। ভাড়াবাড়ির একই ঘর থেকে উদ্ধার জোড়া দেহ।
গড়িয়ায় ভাড়াবাড়ির ঘর থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শনগরে। আদর্শনগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন তরুণ দাস (৪৫) ও আশা দাস (৩৫)। স্বামী স্ত্রী দু’জনই চাকরি করতেন। এদিন সিলিং থেকে তরুণবাবুর দেহটি ঝুলতে দেখা যায়। পাশেই খাটের উপর শোওয়ানো ছিল মহিলার দেহটি। আশার গলায় দাগ, গাল দিয়েও রক্তক্ষরণ হয়েছে। কী কারণে এমন ঘটলো তা স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন তরুণবাবু। পুলিশ তদন্ত শুরু করেছে।