Pithoragarh Cave | পিথোরাগড় অঞ্চলের অজ্ঞাত গুহা থেকে উদ্ধার কয়েক হাজার মানব কঙ্কাল

Monday, November 4 2024, 4:44 pm
highlightKey Highlights

ভারত নেপাল সীমান্তবর্তী পিথোরাগড় অঞ্চলের এক অজ্ঞাত গুহা থেকে হঠাৎই খোঁজ মিলেছে কয়েক হাজার কঙ্কালের।


এক অজ্ঞাত গুহা থেকে উদ্ধার কয়েক হাজার মানব কঙ্কাল! ভারত নেপাল সীমান্তবর্তী পিথোরাগড় অঞ্চলের এক অজ্ঞাত গুহা থেকে হঠাৎই খোঁজ মিলেছে কয়েক হাজার কঙ্কালের। নৃতত্ত্ববিদদের একাংশ মনে করছেন এই কঙ্কালগুলো তিব্বতের প্রাচীন ‘বন’ সংস্কার বা ‘বন’ ধর্মরীতির সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যুক্ত। তবে পিথোরাগড়ের কঙ্কালগুলো সম্পর্কে সঠিকভাবে অবশ্য এখনও কিছুই জানা যায়নি। তবে এই প্রথম নয়, এর আগেও তীর্থযাত্রীদের অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য রূপকুণ্ড হ্রদ থেকে ১৯৪০এর দশকে উদ্ধার করা হয়েছিল বেশ কয়েকটি কঙ্কাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File