Humayun Kabir | সাসপেন্ড হয়েও ‘বাবরি মসজিদ’- ভিত্তিপ্রস্তর স্থাপনের তদারকি করছেন হুমায়ুন কবীর!

শনিবার ৬ ডিসেম্বর সকালে হুমায়ুন দাবি করেছেন, এই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ‘ঐতিহাসিক’।
দলবিরোধী মন্তব্যের জেরে দুদিন আগে তৃণমূল থেকে সাসপেন্ডেড হয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তবে তাতে দমেননি তিনি। শনিবার তিনি বেলডাঙা ২ ব্লকের ছেতিয়ানি এলাকায় ‘বাবরি মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতির তদারকিতে এলাকায় পৌঁছেছেন হুমায়ুন। দুপুর ১২টায় শুরু হওয়ার কথা মূল অনুষ্ঠানের এবং তা শেষ হওয়ার কথা ২টোর মধ্যে। হুমায়ুন দাবি করেছেন, এই ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ‘ঐতিহাসিক’। অশান্তি এড়াতে নিরাপত্তার বলয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে মুর্শিদাবাদকে।
- Related topics -
- রাজ্য
- মুর্শিদাবাদ
- মসজিদ নির্মাণ
- মসজিদ
- তৃণমূল নেতা
- তৃণমূল কর্মী
