৩২ বছরে ৭২ বার সাপের কামড়, প্রতিশোধ নাকি অন্য কিছু ! অবাক বিশেষজ্ঞরা
Tuesday, December 22 2020, 9:59 am
Key Highlightsনাম সুব্রক্ষ্মণ, অন্ধ্রপ্রদেশের চিতোর জেলার বাসিন্দা, পেশায় কৃষক। তাঁর অভিযোগ গত ৩২ বছর ধরে তাঁকে বছরে এক বা একাধিক কোবরা সাপের কামড় খেতে হয়। এই নিয়ে ৭২ টি সাপ তাঁকে কামড়েছে। অনেকের বিশ্বাস, বদলা নিতে সাপ এমন করে। কিন্তু, সর্প বিশারদদের মতে সাপের কোনো স্মৃতি শক্তি হয় না। এমন ঘটনা শুনে সর্প বিশেষজ্ঞরাও অবাক। প্রতি আমাবস্যায় তাঁর ঘরের বাইরে অনেক সাপ একত্রিত হয়। তিনি বাড়ির বাইরে না বেরোলেও সাপ ঘরে এসে কামড়ে যায়। বর্তমানে তিনি যেকোনো উপায়ে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজেছেন।
- Related topics -
- দেশ
- কোবরা সাপ
- অন্ধ্রপ্রদেশ

