১৪ জন রেল কর্মীর করোনা সংক্রমনে আজও বাতিল শিয়ালদহ ডিভিশনের ২৬ টি লোকাল ট্রেন

Wednesday, April 21 2021, 6:16 am
১৪ জন রেল কর্মীর করোনা সংক্রমনে আজও বাতিল শিয়ালদহ ডিভিশনের ২৬ টি লোকাল ট্রেন
highlightKey Highlights

লোকাল ট্রেনে যাত্রার সময় রাখতে প্রতি কামরায় সাউন্ড সিস্টেমে বাজে রবীন্দ্রসঙ্গীত। এখন থেকে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি 'ট্রেনেও মাস্ক পরা ও দূরত্ববিধি বজায় রাখা বাধ্যতামূলক' ঘোষণাটিও করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন মোটরম্যান, গার্ড এবং সামনের সারির কর্মী কয়েকদিন ধরে করোনা আক্রান্ত। একদিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা-আক্রান্ত হয়ে পড়ায় লোকাল ট্রেন পরিষেবায় তার প্রভাব পড়েছে। ফলে বাতিল হয়েছিল আপ ও ডাউন মিলিয়ে মোট ২৬ টি লোকাল ট্রেন। যা আজও বন্ধ আছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File