Howrah-Sealdah Metro | হাওড়া-শিয়ালদহ রুটে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা, গ্রিন লাইনে কতক্ষন অন্তর চলবে ট্রেন?

Tuesday, August 19 2025, 5:03 pm
highlightKey Highlights

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে।


আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রোয় যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। বর্তমানে হাওড়া থেকে এসপ্ল‌্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে ব‌্যস্ত সময়ে ১২ এবং দিনের বাকি সময়ে ১৫ মিনিট অন্তর ট্রেন চলে। শুক্রবার থেকে ব‌্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর, অন্যান্য সময়ে ১০ এবং ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে এই রুটে। যাত্রীসংখ‌্যা দেখে দুই মেট্রোর ব‌্যাবধান আরও কমানো হতে পারে। শুক্রবার থেকেই লোকাল ট্রেনের দুই মূল টার্মিনাল স্টেশন হাওড়া, শিয়ালদহ মেট্রোপথে জুড়বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File