রাজ্য

Howrah Train cancell | সিগন্যালিংয়ের কাজের জন্যে ১২টি ট্রেন বাতিল হাওড়া শাখায়, দেখে নিন তালিকা

Howrah Train cancell | সিগন্যালিংয়ের কাজের জন্যে ১২টি ট্রেন বাতিল হাওড়া শাখায়, দেখে নিন তালিকা
Key Highlights

সিগন্যালিংয়ের কাজ-সহ নানা ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে ২ নভেম্বর।

সিগন্যালিংয়ের কাজ সহ নানা ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য সপ্তাহান্তে একাধিক ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। ২ তারিখ যে সমস্ত ট্রেন বাতিল থাকছে = হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩। ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, ৩৭৭৪৯। বর্ধমান থেকে: ৩৬৮৩৪। শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬। আরামবাগ থেকে: ৩৭৩৬৪, ৩৭৩৯৬। কাটোয়া থেকে: ৩৭৭৪৮। একইসঙ্গে ৩৭৩৬৫ হাওড়া টু আরামবাগ লোকাল ট্রেন আরামবাগের পরিবর্তে তারকেশ্বরে গিয়ে যাত্রা শেষ করবে। ১২৩৩৮ বোলপুর টু হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ছাড়বে ১টা ৫০ মিনিটে। আগে সময় ছিল ১ টা ১৫।