L238 Bus Accident | ভয়াবহ দুর্ঘটনার কবলে হাওড়ামুখী এল ২৩৮ বাস! পথদুর্ঘটনায় আহত ৫! আশঙ্কাজনক অবস্থা ৩জনের!
Tuesday, March 18 2025, 1:29 pm

মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ মধ্যমগ্রামের দোলতলা পুলিশ লাইনের কাছে দুর্ঘটনার কবলে পরে যাত্রীবাহী বাসটি।
ভয়াবহ দুর্ঘটনার মুখে হাওড়ামুখী এল ২৩৮ বাস! মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ মধ্যমগ্রামের দোলতলা পুলিশ লাইনের কাছে দুর্ঘটনার কবলে পরে যাত্রীবাহী বাসটি। একটি আর্থ মুভার গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এল২৩৮ বাসটির। স্থানীয় একটি গোডাউন থেকে বেরিয়েই সটান যশোর রোডের উপরে উঠে পড়ে আর্থ মুভারটি। অন্যদিকে বারাসত থেকে হাওড়ার দিকে যাওয়া এল২৩৮ গাড়িটির গতিবেগও বেশি ছিল। এই দুর্ঘটনার জেরে বাসটির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। এদিকে গুরুতর আহত হয়েছেন ৫ জন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া জেলা
- বারাসাত
- বাস দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা