Howrah-Bandel Train | হঠাৎ দাঁড়িয়ে গেলো ট্রেন, বেরোলো কালো ধোঁয়া! আতঙ্ক হাওড়া-ব্যান্ডেল লোকালে!

শুক্রবার সকালে ১১টা নাগাদ শেওড়াফুলি স্টেশন ছেড়ে একটু এগিয়েই দাঁড়িয়ে যায় হাওড়া ব্যান্ডেল লোকাল ট্রেন।
চলন্ত লোকাল ট্রেনে হঠাৎ ধোঁয়া! আতঙ্কিত যাত্রীরা। রেল সূত্রে খবর, শুক্রবার সকালে ১১টা নাগাদ শেওড়াফুলি স্টেশন ছেড়ে একটু এগিয়েই দাঁড়িয়ে যায় হাওড়া ব্যান্ডেল লোকাল ট্রেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন লেগে গিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে জানা যায়, ব্রেক সু আটকে গিয়ে বিপত্তি ঘটে। রেল যাত্রীরা জানিয়েছেন, ওই অবস্থাতেই প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়েছিল ট্রেন। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। তাঁদের সঙ্গে ছিলেন রেলের টেকনিক্যাল টিমের সদস্যরাও। তাঁরাই ব্রেক সু মেরামতি করেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন
- লোকাল ট্রেন