হাওড়ার জগাছায় আরও এক ভুয়ো সিবিআই অফিসারের পর্দাফাঁস, সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ টাকার প্রতারণা
Sunday, July 11 2021, 2:33 pm
Key Highlightsভুয়ো সিবিআই অফিসারের পরিচয়ে হাওড়ার জগাছায় প্রতারণা। জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। নকল পরিচয়পত্র বানিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে শুভদীপ অনলাইনে ইন্টারভিউ নিতেন, এরপর ভুয়ো নিয়োগপত্রও দিতেন বলে অভিযোগ। বর্তমানে দিল্লিতে রয়েছেন শুভদীপ। অভিযুক্ত দাবি করেন, আন্তঃরাজ্য প্রতারণা-চক্রের সঙ্গে যুক্ত বিহারের বাসিন্দা লালন নামে এক যুবকই তাঁকে এই চক্রের সাথে যুক্ত করেন।
- Related topics -
- জেলা
- হাওড়া
- জগাছা
- ভুয়ো পরিচয়
- প্রতারণা

