ভারতীয় রেল

Howrah Mail Coach Explosion | হাওড়া অমৃতসর মেইলে বিস্ফোরণ! আহত ৪! নেপথ্যে নাশকতার ছক?

Howrah Mail Coach Explosion | হাওড়া অমৃতসর মেইলে বিস্ফোরণ! আহত ৪! নেপথ্যে নাশকতার ছক?
Key Highlights

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে জেনারেল কোচে এই বিস্ফোরণ ঘটে।

হাওড়া অমৃতসর মেইলের জেনারেল কোচে বিস্ফোরণ! জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে জেনারেল কোচে এই বিস্ফোরণ ঘটে। জিআরপির আধিকারিকরা জানিয়েছেন, ওই কামরায় একটি প্লাস্টিকের বালতিতে আতশবাজি রাখা ছিল। সম্ভবত সেটি থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে, পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। নাশকতার সম্ভাবনাও তারা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না। বিস্ফোরণস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনও পর্যন্ত চারজন আহত হয়েছেন বলে খবর।