কমলালেবুর খোসাতেই রয়েছে ঘর পরিষ্কারের সমস্যার সমাধান, লেবুর খোসা ঘরের চটচটে ময়লা পরিষ্কার করতে পারে
Saturday, March 13 2021, 11:12 am
Key Highlightsযে কোনও সাবান বা ফিনাইলেই রাসায়নিক থাকে। সেই রাসায়নিক ছোটদের তো বটেই, বড়দের শরীরেও নানা খারাপ প্রভাব ফেলে। কমলালেবু দিয়ে তৈরি ঘর-পরিষ্কারের সাবানে কোনও ক্ষতিকারক রাসায়নিক থাকে না। তবে শুধু কমলাই নয়, আপেল দিয়েও বানিয়ে নেওয়া যায় এ ধরনের তরল, যা পরিষ্কার রাখবে ঘর। কমলালেবুর খোসায় লিমোনিন নামের তেল থাকে। আপেলের খোসায় থাকে ম্যালকি অ্যাসিড। দুটোই চটচটে ময়লা মুছতে কাজে লাগে। তা ছাড়া কাঠের সামগ্রী চকচকে রাখতেও পারে এরা। কমলালেবুর খোসা সিদ্ধ জল কাচ বা টেবিলে স্প্রে করে নরম কাপড় দিয়ে সেগুলি মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।
- Related topics -
- লাইফস্টাইল
- কমলালেবুর খোসা
- ঘর পরিষ্কার

