লাইফস্টাইল

Covid 19 | দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্ত! কীভাবে শরীরে আক্রমণ করছে করোনার নয়া স্ট্রেন?

Covid 19 | দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্ত! কীভাবে শরীরে আক্রমণ করছে করোনার নয়া স্ট্রেন?
Key Highlights

ভারত সহ এশিয়ার একাধিক দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরও কেন হচ্ছে করোনা?

ফের ঘুরে এসেছে করোনা। ভারত সহ এশিয়ার একাধিক দেশে বাড়ছে কোভিড সংক্রমণ। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরও কেন হচ্ছে করোনা? বিজ্ঞানীরা জানাচ্ছেন, সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসের নয়া স্ট্রেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বিশেষ কোশ নিউট্রিফিলকে আক্রমণ করে। যার ফলে শরীর আর রোগ প্রতিহত করতে পারে না। এই  নিউট্রিফিল হলো রোগ প্রতিরোধ ক্ষমতার একটি বিশেষ কোশ। এটি একধরনের শ্বেতরক্তকণিকা। আর এই কণিকাকেই দুর্বল করে দিচ্ছে করোনা। কারও কারও শরীরে থাকা নিউট্রিফিলকে আক্রমণ করে তার চেহারা পাল্টে দেয় করোনা।