Ahmedabad Plane Crash | 'টেক অফের ৩০ সেকেন্ড পরেই...', এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় কীভাবে বেঁচে গেলেন রমেশ?

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ক্রু, যাত্রী সহ মৃত্যু হয়েছে ২৪১ জনের। বেঁচে গিয়েছেন কেবল রমেশ বিশ্বাসকুমার।
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ক্রু, যাত্রী সহ মৃত্যু হয়েছে ২৪১ জনের। বেঁচে গিয়েছেন কেবল রমেশ বিশ্বাসকুমার। কিন্তু কীভাবে? কারণ বিমানটি মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়তেই তা বিস্ফোরণে ঝলসে যায়। তাহলে কি বিপদ বুঝে ঝাঁপ মেরেছিলেন তিনি? শুক্রবার রমেশ বললেন, ‘না, আমি ঝাঁপ মারিনি’। হাসপাতালের বেডে শুয়েই তিনি জানান, 'টেক অফের ৩০ সেকেন্ড পরেই বিকট শব্দ হয়। ভেঙে পড়ে বিমান। ঠিক সেই মুহূর্তে ছিটকে বেরিয়ে যাই। তারপরই আগুন ধরে যায় বিমানে। এরপর দেখি চারদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।'