Train Accident | মালগাড়ির ওপর উঠলো প্যাসেঞ্জার ট্রেনের কামরা! দুর্ঘটনায় মৃত একাধিক!

মালগাড়ি ও প্যাসেঞ্জার ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরা উঠে গেলো মালগাড়ির উপর।
মালগাড়ি ও প্যাসেঞ্জার ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরা উঠে গেলো মালগাড়ির উপর। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বিলাসপুরে জয়রামনগর স্টেশনের কাছে। জানা গিয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটি কোরবা থেকে বিলাসপুর যাচ্ছিল। আর মালগাড়িটা বিলাসপুরের দিক থেকে আসছিল। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার জেরে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়া ও সিগন্যালিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় একাধিক ট্রেন বাতিল কিংবা রুট বদল করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- ট্রেন দুর্ঘটনা
