মর্মান্তিক দুর্ঘটনা! বাইক দুর্ঘটনায় ICU-তে আশঙ্কাজনক অবস্থায় ময়ূখ রঞ্জন, মৃত্যু আরও এক সাংবাদিকের

Friday, January 22 2021, 8:32 am
highlightKey Highlights

রাতের শহরে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় ১ সাংবাদিককর্মীর মৃত্যু। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই সাংবাদিকের নাম সোহম মল্লিক। আহত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। রাত সাড়ে ৩টে নাগাদ বাইক নিয়ে ফিরছিলেন ওই দুই সাংবাদিক। তখনই দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, গাছের সঙ্গে ধাক্কা মারে তাঁদের বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান দু-জন। সুইগির কয়েকজন কর্মীর নজরে আসতেই তাঁরা ওই দুই সাংবাদিককে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহমের। ময়ূখ রঞ্জনকে প্রথমে SSKM-এর আইসিইউতে রাখা হয় তারপর তাঁকে মল্লিকবাজারের নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File