Homebound | অস্কারের দৌঁড়ে ভারতের হয়ে লড়বে করণ জোহরের 'হোমবাউন্ড'!

Friday, September 19 2025, 2:14 pm
highlightKey Highlights

শুক্রবার দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ বৈঠকে নানা ভাষার ভারতের ২৪ টি ছবি থেকে বেছে নেওয়া হল হোমবাউন্ডকে।


শুক্রবার ছিল দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ বৈঠক। এই বৈঠকে নানা ভাষার ভারতের ২৪ টি ছবি থেকে বেছে নেওয়া হল করণ জোহরের 'হোমবাউন্ড'কে। 'হোমবাউন্ড' ছবিটি অস্কারের দৌঁড়ে ভারতের হয়ে লড়বে। বৈঠকে বিচারক হিসেবে ছিলেন খ্যাতনামা সিনে পরিচালক এন.চন্দ্র, লেখক রণবীর পুষ্প, প্রযোজক সুরিন্দর সিং, লেখিকা রত্নত্তমা সেনগুপ্তর মতো ব্যক্তিত্বরা। ২৬শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ইশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর অভিনীত এই ছবিটি। ইতিমধ্যেই টরেন্টো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ছবিটি। দেখান হয়েছে কানস এও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File