ট্যান- হারিয়ে ফেলেছেন ত্বকের পুরোনো রং? কিভাবে ফিরে পাবেন, চলুন জেনে নেওয়া যাক...
Thursday, December 21 2023, 2:36 pm

আপনার ত্বক কি রোদে পুড়ে (ট্যান) গেছে? হারিয়ে ফেলেছেন আপনার হারিয়ে যাওয়া ত্বকের রং ? এই সমস্যার সমাধান আমাদের হাতের কাছেই, কিছু ঘরোয়া পদ্ধতি। যেমন নিয়মিত টম্যাটোর রস বা পেস্ট নিয়ে ১০-১৫ মিনিট আপনার ত্বকে লাগিয়ে রাখুন অথবা ১৫ মিনিটের জন্য ১ চামচ মধু আর ২ চামচ দই মিশিয়ে নিয়ে রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখতে হবে। ১০ থেকে ১৫ মিনিটের সময়কাল পেরিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। রাতে অ্যালোভেরা জেল মেখে শুতে হবে এবং একইভাবে পরেরদিন সকালে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। কিছুদিন এই ঘরোয়া পদ্ধতি মেনে চললে আপনিও ফিরে পাবেন আপনার পুরনো জেল্লা।
- Related topics -
- লাইফস্টাইল
- সূর্যালোক
- ত্বক
- সাজসজ্জা