Post poll violence । বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর, যোগ দেবে তৃণমূলও

ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনায় বসছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটি। আগামী ১১ নভেম্বর সংসদে কমিটির ওই বৈঠক হবে।
আগামী ১১ নভেম্বর সংসদে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির বৈঠক হবে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর,মোট ১০টি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। তার মধ্যে ৯ নম্বরে রয়েছে বাংলায় ভোট পরবর্তী হিংসার বিষয়টি। এ প্রসঙ্গে কমিটির সদস্য, তৃণমূল সাংসদ মালা রায় জানিয়েছেন, বৈঠকে শুধু বাংলা নিয়ে আলোচনা হলে তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল। প্রসঙ্গত,বিজেপির রাজ্যসভার সাংসদ রাধামোহন দাস আগরওয়াল এই কমিটির চেয়ারম্যান। এছাড়া শাসক এবং বিরোধী মিলিয়ে মোট ৩১ জন সাংসদ রয়েছেন কমিটিতে।
