HMPV Virus India । এই প্রথম এক বৃদ্ধের শরীরে HMPVর থাবা, চাঞ্চল্য ছড়াচ্ছে আমেদাবাদে
Friday, January 10 2025, 5:32 am

HMPV থাবা বসাল ৮০ বছরের এক বৃদ্ধের শরীরে। আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, শহরের বাসিন্দা এক বৃদ্ধের HMPV রিপোর্ট পজ়িটিভ এসেছে।
এই প্রথম ভারতে কোনো বৃদ্ধের শরীরে মিললো HMPVর ভাইরাস। গত বুধবার থেকে আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮০ বছরের এক বৃদ্ধ। এদিন আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, তাঁর HMPV রিপোর্ট পজ়িটিভ এসেছে। হাসপাতাল সূত্রে খবর, এই বৃদ্ধ দীর্ঘদিন ধরেই হাঁপানির সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। বৃদ্ধের বিদেশযাত্রার কোনো ইতিহাস নেই। ফলে কিভাবে এই ভাইরাস তাঁর শরীরে ঢুকলো তা খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা।