Rohit Sharma | টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন 'হিট ম্যান' রোহিত শর্মা!

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অনেকেই ভেবেছিলেন, রোহিত শর্মা আসন্ন ইংল্যান্ড সফরে ভারতকে নেতৃত্ব দেবেন। তবে এদিন টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছাবসর নিলেন রোহিত শর্মা।
চলতি মরশুমে রোহিত শর্মার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। তারপর থেকেই ফ্যানেদের আশা ছিল টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করবেন তিনি। তবে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রোহিত শর্মা। এদিন রোহিত নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘সবাইকে নমস্কার। সকলকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা বলের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা পরম সম্মানের। বছরের পর বছর ধরে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডেতে খেলব।’