Share Market | হিন্ডেনবার্গের রিপোর্টের প্রভাব পড়লো না সেনসেক্সে! তবে পড়লো আদানিদের স্টকের গ্রাফ
হিন্ডেনবার্গের রিপোর্টের কারণে আজ শুরুর দিকে সেনসেক্সে বড়সড় ধস নামার ইঙ্গিত মিলেছিল।
হিন্ডেনবার্গের রিপোর্টের কারণে আজ শুরুর দিকে সেনসেক্সে বড়সড় ধস নামার ইঙ্গিত মিলেছিল। তবে বাজারে লেনদেন শেষ হতে হতে প্রায় ফ্ল্যাট ছিল সেনসেক্স। একটা সময় প্রায় ৪০০ পয়েন্ট পড়ে গিয়ে সেনসেক্স ৭৯,২২৬.১৩ পয়েন্টে গিয়ে ঠেকেছিল। তবে শেষ পর্যন্ত ফের ঘুরে দাঁড়ায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। এদিকে, এ দিন মার্কেট খুলতে না খুলতেই হু হু করে পড়তে শুরু করে আদানিদের স্টকের গ্রাফ। দিনের শুরুতে ৫৩ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়েন তাঁরা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- আদানি
- সেনসেক্স