Himachal Weather । শতবর্ষে তৃতীয়বার, হিমাচলে বৃষ্টির ঘাটতি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

Sunday, December 1 2024, 1:26 pm
highlightKey Highlights

একশ বছরের মধ্যে ২০২৪ এর নভেম্বর হিমাচলের ৩য় শুষ্কতম নভেম্বর। প্রতিবছর ১৯.৭ মিলিমিটার বৃষ্টি হয় হিমাচলে, সেখানে মাত্র ০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবছর অর্থাৎ বৃষ্টিপাতের ঘাটতি ৯৯%।


২০২৪ এর নভেম্বর জায়গা করে নিলো ইতিহাসের পাতায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে , প্রতিবছর ১৯.৭ মিলিমিটার বৃষ্টি হয় হিমাচলে, সেখানে মাত্র ০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবছর অর্থাৎ বৃষ্টিপাতের ঘাটতি ৯৯%।  তথ্য বলছে, একশ বছরের মধ্যে ২০২৪ এর নভেম্বর হিমাচলের ৩য় শুষ্কতম নভেম্বর। ১৯০১ সাল থেকে ২০২৪, শতবর্ষে এমনটা এর আগে মাত্র দু' বার হয়েছে হিমাচলে। যদিও স্থানীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, ডিসেম্বরের শুরুতেই বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা চাম্বা, কাঙ্গরা, কুলুতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File