Bangladesh Hilsa | বাংলাদেশে আকাশ ছোঁয়া ইলিশের দাম, আইনি নোটিস পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

Monday, September 30 2024, 10:19 am
highlightKey Highlights

ইলিশের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়েছে।


বাংলাদেশের পদ্মর ইলিশ বিতর্কে এবার আইনের যোগ। বাংলাদেশে প্রতি কেজি ইলিশের সর্বোচ্চ দাম ৭০০ টাকা নির্ধারণ করতে হবে, এই দাবিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই আইনি নোটিস পাঠান। অভিযোগ, বাজারে খুচরো ব্যবসায়ীদের কারসাজিতে ইলিশের দাম বড্ড বাড়বাড়ন্ত। তাই দামের ঊর্ধ্বসীমা বেঁধে নোটিস পাঠানো হল। নোটিস অনুযায়ী, আগামী সাতদিনের মধ্যে ইলিশের পাইকারি ও খুচরো বাজারে নজরদারি, সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File