11th Class | একাদশ শ্রেণির সেমিস্টার পিছু কত টাকা করে দিতে হবে পরীক্ষার্থীদের? জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ!

Thursday, June 19 2025, 8:54 am
11th Class | একাদশ শ্রেণির সেমিস্টার পিছু কত টাকা করে দিতে হবে পরীক্ষার্থীদের? জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ!
highlightKey Highlights

একাদশ শ্রেণির প্রত্যেক সেমিস্টারের জন্য কত টাকা করে দিতে হবে তা ঠিক করে দিলো সংসদ।


একাদশ শ্রেণির প্রত্যেক সেমিস্টারের জন্য কত টাকা করে দিতে হবে তা ঠিক করে দিলো সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, প্রত্যেক সেমিস্টার পিছু ৭০ টাকা করে দিতে হবে পরীক্ষার্থীদের। সাপ্লিমেন্টারি থাকলেও তার জন্য দিতে হবে ৭০ টাকা। এর বাইরে অতিরিক্ত টাকা নিতে পারবে না স্কুলগুলি। এই টাকা শুধুমাত্র পরীক্ষাখাতেই খরচ করা যাবে। উল্লেখ্য,২০২২ সালের পর যখন থেকে স্কুলগুলি একাদশ শ্রেণীর পরীক্ষা নিতে শুরু করে তবে থেকে বেশ কিছু স্কুল পরীক্ষা ফি বলে কিছু নিত না। আবার অনেক স্কুল ২০০ বা তার অধিক টাকা ধার্য করত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File