রাজ্য

Train Late | শুরু উচ্চমাধ্যমিক, এদিকে মাঝেরহাট স্টেশনে সিগন্যাল বিভ্রাট, দেরিতে চলছে সব ট্রেন

Train Late | শুরু উচ্চমাধ্যমিক, এদিকে মাঝেরহাট স্টেশনে সিগন্যাল বিভ্রাট, দেরিতে চলছে সব ট্রেন
Key Highlights

উচ্চমাধ্যমিক শুরুর দিনই বিপত্তি। মাঝেরহাট স্টেশনে সিগন্যাল সমস্যার কারণে দেরিতে চলছে ট্রেন।

উচ্চমাধ্যমিক শুরুর দিনই বিপত্তি। মাঝেরহাট স্টেশনে সিগন্যাল সমস্যার কারণে দেরিতে চলছে ট্রেন। সূত্রের খবর, আজ সকাল ৭টা ৩৫ মিনিটে মাঝেরহাট স্টেশনে থাকা স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বিকল হয়। ফলে ৮ টা ৪৮ মিনিট পর্যন্ত ম্যানুয়াল ব্যবস্থায় ট্রেন চালায় রেল কতৃপক্ষ। এর জেরে ধীর গতিতে চলছিল ট্রেন। শিয়ালদহ বজবজ লাইনে পরিষেবা ব্যাহত হয় বহুক্ষণ। পৌনে ৯টা নাগাদ এই ত্রুটি মেরামত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে।