রাজ্য

Mithun Chakraborty | সুপারস্টার 'মিঠুনে'র পিঠ বাঁচালো হাইকোর্ট, তদন্তে স্থগিতাদেশের নির্দেশ পেলো পুলিশ

Mithun Chakraborty | সুপারস্টার 'মিঠুনে'র পিঠ বাঁচালো হাইকোর্ট, তদন্তে স্থগিতাদেশের নির্দেশ পেলো পুলিশ
Key Highlights

মিঠুনের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণের অভিযোগ দায়ের করে বিধাননগর কমিশনারেট। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রবাদপ্রতীম এই অভিনেতা।

২০২৪এ বিধাননগরে বিজেপির সদস্যতা অভিযানের অনুষ্ঠানে অভিনেতা সাংসদ মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ‘২০২৬এ মসনদ আমাদের। আর সেজন্য যা করতে হয় আমরা করব। যা করতে হয় মানে যা করতে হয়।’ এই বক্তব্যের বিরোধিতা করে অভিনেতার বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণের অভিযোগ দায়ের করেন বিধাননগর কমিশনারেট। এই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আপিল করেছিলেন অভিনেতা। অবশেষে আপিল গ্র্যান্ট হলো। শুক্রবার হাইকোর্ট জানালো, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবেনা পুলিশ। মামলায় স্থগিতাদেশ জারির নির্দেশও দেওয়া হলো।