রাজ্য

Calcutta High Court | বিনা চিকিৎসায় মৃত্যু হলেই দিতে হবে ৫ লক্ষ টাকা জরিমানা, বেসরকারি নার্সিংহোমকে নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court | বিনা চিকিৎসায় মৃত্যু হলেই দিতে হবে ৫ লক্ষ টাকা জরিমানা, বেসরকারি নার্সিংহোমকে নির্দেশ হাইকোর্টের
Key Highlights

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর খেসারত দিতেই হবে নার্সিংহোমকে। দিতে হবে ৫ লক্ষ টাকা জরিমানা। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

২০২০ সালে করোনা পরিস্থিতিতে একটি বেসরকারি নার্সিংহোমে বিনা চিকিৎসায় মৃত্যু হয় ৮ বছরের ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের। পরিবারের অভিযোগ ছিল, করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পরও বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল শুভ্রজিৎকে। কিশোরের মৃত্যুর পর স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় পরিবার। ওই নার্সিংহোমকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন। কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল নার্সিংহোম কর্তৃপক্ষ। একই আদেশ বহাল রাখলো বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।