শহর কলকাতা

Calcutta High Court | দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ! CBIকে FIR করার নির্দেশ দিলো হাইকোর্ট!

Calcutta High Court | দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ! CBIকে FIR করার নির্দেশ দিলো হাইকোর্ট!
Key Highlights

দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি শাখা থেকে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে কয়েক বছর আগে।

দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি শাখা থেকে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে কয়েক বছর আগে। তবে এতদিন এই মামলায় কোনও FIR দায়ের করা ছিল না। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, কেন রাজ্যের অনুমতির অপেক্ষায় FIR করেনি CBI? বিচারপতি স্পষ্ট জানান,রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে FIR করতে রাজ্যের অনুমোদনের প্রয়োজন নেই।এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশ, FIR করার আগে CBI প্রাথমিক অনুসন্ধান করে ব্যাঙ্কগুলিকে পাঠাবে। তাদের যদি কোনও আপত্তি থাকে তা তারা CBIকে জানাতে পারবে।