Medical Council | ২৪ঘন্টার মধ্যে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে পদত্যাগের নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে পদ ছাড়তে হবে।
বর্তমানা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার পদে রয়েছেন মানস চক্রবর্তী। ২০১৯ সালে অবসর নেওয়ার পরও তিনি এক্সটেনশন নিয়ে পদ আঁকড়ে পড়েছিলেন। এর জেরে মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলছিলেন চিকিৎসকদের একাংশ। এবিষয়ে তাঁরা হাইকোর্টে অভিযোগ জানালে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করতে হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে। নইলে আদালত অপসারণ করবে তাঁকে।