দেশ

High Alert | পাক প্রত্যাঘাতের আশঙ্কার মাঝে হাই অ্যালার্ট জারি সীমান্তে! “শুট অ্যাট সাইটে”র নির্দেশ BSFকে!

High Alert | পাক প্রত্যাঘাতের আশঙ্কার মাঝে হাই অ্যালার্ট জারি সীমান্তে! “শুট অ্যাট সাইটে”র নির্দেশ BSFকে!
Key Highlights

রাজস্থান, পঞ্জাব সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল। জারি করা হয়েছে হাই অ্যালার্ট (high alert)। এমনকি, BSFকে “শুট অ্যাট সাইটে”র নির্দেশ দেওয়া হয়েছে

‘অপারেশন সিঁদুরে’র মাধ্যমে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের ৯টি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতের বায়ুসেনা। এদিকে পাল্টা প্রত্যাঘাতের হুমকি দিয়েছে পাকিস্তানও। এবার এই আবহে রাজস্থান, পঞ্জাব সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল। জারি করা হয়েছে হাই অ্যালার্ট (high alert)। এমনকি, BSFকে “শুট অ্যাট সাইটে”র নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্জাব ও রাজস্থানে সমস্ত পুলিশ কর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে বায়ুসেনাকেও। সূত্রের খবর, সীমান্তে মিসাইল ডিফেন্স সিস্টেম ও অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করা হয়েছে।