Bangladesh Durga Puja | বাংলাদেশে দুর্গাপুজোর সময় জারি থাকবে হাই অ্যালার্ট! সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিলেন আইজিপি

Monday, September 30 2024, 9:35 am
highlightKey Highlights

পুলিশের আইজিপি মইনুল ইসলাম জানিয়েছেন, পুজোর সময় হাই অ্যালার্ট জারি থাকবে।


বাংলাদেশে দুর্গাপুজোয় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিশ। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। একাধিক এলাকায় পুজোর আয়োজকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এই আবহে পুলিশের আইজিপি মইনুল ইসলাম জানিয়েছেন, পুজোর সময় হাই অ্যালার্ট জারি থাকবে। থাকবে নিশ্ছিদ্র ও ত্রিস্তরীয় নিরাপত্তা। চলতি বছর বাংলাদেশের ৩২ হাজার ৬৬৬ মন্দির এবং মণ্ডপে দুর্গাপুজো হবে বলে প্রশাসন সূত্রে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File