কুসংস্কার-গণধর্ষণ-শিশু হত্যা: ৬ বছরের শিশুকে গণধর্ষণ ও খুন করে বের করে নেওয়া হল যকৃৎ !
Tuesday, November 17 2020, 6:39 am
Key Highlightsফের উত্তরপ্রদেশ! শিউরে ওঠার মতো নারকীয় ঘটনা ঘটল ৬ বছরের শিশুর সাথে। দিওয়ালির রাতে কানপুরের ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় অনকূল কুরিল ও বীরেন নামে দুই ব্যক্তি। প্রথমে গণধর্ষণ পরে খুন, কিন্তু এখানেই থেমে থাকেনি তারা। তাদের এক পরিচিতের স্ত্রীর সন্তানধারণের জন্য সেই শিশুটির পেট থেকে যকৃৎ বের করে তারা। ঘটনায় সেই দুজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ঘটনাটির পেছনে কুসংস্কার আছে, সোমবার মূলচক্রী পরশুরাম ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।