Kedarnath Helicopter Crash | গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়লো যাত্রীবাহী হেলিকপ্টার! ৫জনের মৃত্যু!

Sunday, June 15 2025, 5:29 am
Kedarnath Helicopter Crash | গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়লো যাত্রীবাহী হেলিকপ্টার! ৫জনের মৃত্যু!
highlightKey Highlights

রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়লো আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার।


আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। এরই মধ্যে রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়লো আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার। গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়া ওই হেলিকপ্টারে ছিলেন ৬ জন যাত্রী। সূত্রের খবর, এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এখনও এনিয়ে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, যাত্রীরা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। ইতিমধ্যে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে NDRF এবং SDRF। প্রাথমিক অনুমন, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File