Manali Snowfall । বড়দিনের আগে প্রবল তুষারপাত মানালিতে, বরফ পড়ায় খুশি পর্যটকেরা

Tuesday, December 24 2024, 6:30 am
highlightKey Highlights

সোমবার নতুন করে ভারী তুষারপাতের সাক্ষী থাকল হিমাচল প্রদেশের মানালি।


চলতি মাসের ৮ তারিখের পর সোমবার নতুন করে ভারী তুষারপাত হলো হিমাচলের মানালিতে। এর জেরে সোলাং ও অটল টানেলের মাঝে আটকে পড়লো প্রায় ১,০০০ যানবাহন। পরিস্থিতি সামলাতে নামানো হয় পুলিশও। যদিও তাতে বিন্দুমাত্র বিরক্ত নন পর্যটকেরা। বছরের এই সময়টায় এই নৈসর্গিক দৃশ্য উপভোগের জন্য মানালি আসেন তাঁরা। এদিন প্রায় ৭০০ পর্যটককে নিরাপদে হোটেল পৌঁছে দিয়েছে পুলিশ। তুষারপাতের ফলে বিপুল জনসমাগম হবে মানালিতে, আশা স্থানীয় পর্যটন এবং হোটেল ব্যাবসায়ীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File