SSC | পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি
পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি
পিছিয়ে গেলো সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা উঠেছিল। তবে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই মামলার একাধিক দিক রয়েছে। মূলত দুটি বিষয় বিবেচনা করার কথাও জানিয়েছে আদালত। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি যারা কেবলমাত্র বেআইনি ভাবে চাকরি করছেন তাঁদের নিয়োগই বাতিল বলে গণ্য করা হবে। আদালতের তরফে জানানো হয়েছে, ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টা নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হবে।
- Related topics -
- রাজ্য
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- এসএসসি