Junior Doctor Protest | আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, রবিবার রাতে শহর জুড়ে মশাল মিছিল

Monday, September 30 2024, 4:45 am
highlightKey Highlights

আরজিকর মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি, তার আগের রাতেই কলকাতা শহর জুড়ে মশাল নিয়ে মিছিল নামলেন জুনিয়র ডাক্তাররা।


আরজিকর মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি, তার আগের রাতেই কলকাতা শহর জুড়ে মশাল নিয়ে মিছিল নামলেন জুনিয়র ডাক্তাররা। পা মেলালেন সাধারণ মানুষও। রবিবার রাতে কলকাতার নানা প্রান্তে মোট সাতটি মিছিল হয়। আন্দোলনকারীরা জানান, সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর হাসপাতাল কাণ্ডের শুনানি আছে। সে দিকে তাকিয়ে ও রাজ্যের সব হাসপাতালে নিরাপত্তার দাবিতে তাঁদের এই প্রতিবাদ চলবে। মুখে তাঁদের স্লোগান, ‘শোক নয় দ্রোহ চাই’। কেউ বাজালেন ঢাক। এই প্রতিবাদে আগের মতো দুর্গাপুজোর প্রাক্কালেও তাঁদের পাশে সাধারণ মানুষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File