Health Commission | টাকার জন্যে আটকে রাখা যাবেনা মৃতদেহ! হাসপাতালগুলিকে সর্বোচ্চ ৫ ঘন্টা সময় বেঁধে দিলো কমিশন

হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ পাঁচ ঘণ্টার মধ্যে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতেই হবে।
সোমবার নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১৭র পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) আইন অনুযায়ী মৃতদেহ আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। সর্বোচ্চ পাঁচ ঘণ্টার মধ্যে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতেই হবে, বেসরকারি হাসপাতাল কতৃপক্ষকে সাফ নির্দেশ দিলো কমিশন। চিকিৎসা প্রতিষ্ঠান খরচের টাকা আদায়ের যুক্তি দিয়ে দেহ আটকালে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে, জানিয়েছে কমিশন।