Sealdah Flyover । বিদ্যাপতি সেতুর ৭২টি পিলারের ৪০টি পিলারই রয়েছে বাজারের মধ্যে! শীঘ্রই হবে শিয়ালদা ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা!

Wednesday, June 26 2024, 1:22 pm
Sealdah Flyover । বিদ্যাপতি সেতুর ৭২টি পিলারের ৪০টি পিলারই রয়েছে বাজারের মধ্যে! শীঘ্রই  হবে শিয়ালদা ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা!
highlightKey Highlights

সেতুতে ৭২টি পিলার রয়েছে। কিন্তু ৪০টি পিলার রয়েছে একেবারে বাজারের মধ্যে।


শীঘ্রই হবে শিয়ালদা ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা। মঙ্গলবার কলকাতা পুরসভা ও কেএমডিএর আধিকারিকরা বিদ্যাপতি সেতু পরিদর্শন করেন।সেতুতে ৭২টি পিলার রয়েছে। কিন্তু ৪০টি পিলার রয়েছে একেবারে বাজারের মধ্যে। সেক্ষেত্রে সেই পিলারগুলির সংস্কার করা দরকার। এদিকে সেই পিলার সংস্কার করতে গেলে উঠে যেতে হবে সেতুর নীচে থাকা ব্যবসায়ীদের। এদিকে সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, দোকানদার স্বার্থ বিঘ্নিত করা হবে না। টানা দোকান বন্ধ না করে তিন ফেজে করা হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File